অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট যারা শিখতে চান তাদের জন্য এই কোর্স। একদম শুরু থেকে স্টেপ বাই স্টেপ গাইড করবো।
Season 1: Simple and easy step by step guide for android app development
অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট যারা শিখতে চান তাদের জন্য স্বর্গরাজ্য হতে যাচ্ছে Bongo Academy ❤❤ আমার ১২ বছরের অভিজ্ঞতার আলোকে আপনাকে এই সেক্টরে একদম জিরো থেকে হিরো বানাবো ইনশাআল্লাহ। সেই স্বপ্ন হয়তো দুই-একমাসে সম্ভব না। সময় দিতে হবে। তবে কোনটার পর কোনটা শিখবো, কাকে ফলো করবো এই ধরনের সমস্যা এখন আর থাকবে না। প্রথম থেকে শেষ, সব সাপোর্ট এখানেই পাবেন। প্রতি কোর্সে আমি প্রফেশনাল লেভেল এর বেশ কিছু সোর্স কোড ভিডিও সহ দিয়ে দিবো যাতে আপনারা দ্রুত সামনে এগোতে পারেন।
এই কোর্সের সাথে যুক্ত করেছি ৩ টি রেডি প্রজেক্ট এর সোর্স কোড। সেগুলোকে আপনার মতো করে আপডেট করে যাতে এখনই টুকটাক একটা ইনকামের রাস্তা বের করতে পারেন সেই চেষ্টা করেছি। ইনশাআল্লাহ ভালো কিছু হবে ????????
কোড করার সময় আপনার যেকোন সমস্যা আমাদের ফেসবুক গ্রুপ Learn Android With Jubayer এখানে পোস্ট করুন। সমস্যা সমাধান করবো সবাই মিলে। আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারেন নেক্সট কাজের সব আপডেট পেতে।
ওবায়দুল্লাহ তারেক বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী সঙ্গীত শিল্পী, সুরকার, গীতিকার এবং সঙ্গীতজ্ঞ
সংগীতশিল্পী সুরকার গীতিকার সঙ্গীতজ্ঞ
Write a public review